দিনাজপুরে শালবন থেকে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের তিনদিন পর আজ বুধবার শালবন থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রীর নাম সোহাগী (১৪)। সে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্টপুর গ্রামের তারা মিয়ার মেয়ে। সোহাগী গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।
তারা মিয়া জানান, তাঁর মেয়ে সোহাগী প্রতিদিনের মতো গত ১৬ আগস্ট সকাল ১০টায় বাড়ি থেকে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়তে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও সোহাগী আর বাড়িতে ফিরেনি। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ বিকেলে বাড়ি সংলগ্ন শালবনে সোহাগীর ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় সংবাদ দিলে উপপরিদর্শক মো. নজির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, স্কুলছাত্রী সোহাগীকে সুকৌশলে হত্যা করে নির্জন বনে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
তবে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।