আর্থিক খাতের শেয়ারে বিনিয়োগে আগ্রহ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচক ও লেনদেনে ঊর্ধ্বগামী প্রবণতা দেখা গেছে। লেনদেন হওয়া ৪৩ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও আগের দিনের চেয়ে ৫১ শতাংশ লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে আজ লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। তবে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের শেয়ারের দাম বেড়েছে বেশি। বর্তমানে সার্বিক বিবেচনায় এসব খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন।
ডিএসইতে আজ ৫৯৬ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ৭৭ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৫৩টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ২৩.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪০.১৫ পয়েন্টে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১.৫৮ পয়েন্ট বেড়ে ১৮৫০.৯৪ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ২.৬৩ পয়েন্ট বেড়ে ১১৯০.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৮৬ কোটি ২৭ লাখ ৪৫ হাজার ৬৬৬ টাকা। আজ লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ৬০ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সার্ভিসেস, ইসলামী ব্যাংক, সিএনএ টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, ইউনাইটেড পাওয়ার ও অ্যাপেক্স ট্যানারি।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আলহাজ টেক্সটাইল, আইএফআইসি, প্রথম আইসিবি, সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসআরএম লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার, মিথুন নিটিং, বাংলাদেশ বিল্ডিং সার্ভিসেস, পপুলার প্রথম মিউচুয়াল ফান্ড ও ফু-ওয়াং ফুডস।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : দ্বিতীয় আইসিবি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার, স্ট্যান্ডার্ড সিরামিকস, এস আলম কোল্ড রোল্ড, নিটল ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, অ্যাপেক্স স্পিনিং ও রংপুর ফাউন্ড্রি।