খাগড়াছড়ি খাদ্যগুদামে কর্মবিরতি
ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির খাদ্যগুদামগুলোতেও পালিত হচ্ছে পূর্ণ দিবস কর্মবিরতি।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি খাগড়াছড়ি জেলা ইউনিটের ব্যানারে জেলার খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
কর্মবিরতি চলাকালে গুদামে খাদ্যশস্য ওঠানামা বন্ধ ছিল। খালাশের অপেক্ষায় আটকে ছিল খাদ্যশস্য বোঝাই পরিবহনগুলো। এতে করে দুর্ভোগে পড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবহনচালক ও শ্রমিকরা।