তিন দিন পর শেয়ারবাজারে সংশোধন
দেশের শেয়ারবাজারে তিন কার্যদিবস পর আজ রোববার মূল্যসূচকের স্বাভাবিক সংশোধন হয়েছে। মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিক্রির চাপ বেড়েছে। এতে উভয় বাজারে সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৪৬৭ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২৯ কোটি ২৩ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৮.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৩১.৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৬.৭১ পয়েন্ট কমে ১৮৪৪.২৩ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৫.৯৬ পয়েন্ট কমে ১১৮৪.৯৮পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৯ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, বাংলাদেশ বিল্ডিং সার্ভিসেস, বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, অ্যাপেক্স ট্যানারি ও ইউনাইটেড পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইনটেক অনলাইন, ব্যাংক এশিয়া, চতুর্থ আইসিবি, এফবিএফআইএফ, প্রাইম ১ আইসিবিএ, রূপালী ব্যাংক, এএমসিএল (প্রাণ), তৃতীয় আইসিবি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বার্জার পেইন্টস।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : সাভার রিফ্র্যাক্টরিজ, জিলবাংলা সুগার, কেঅ্যান্ডকিউ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, শাশা ডেনিমস, প্রথম আইসিবি, আইসিবি, ন্যাশনাল পলিমার ও হাক্কানী পাল্প।