স্যামসাং আনছে ১৮.৪ ইঞ্চি স্ক্রিনের ট্যাব!
শুধু অ্যাপল নয়, স্যামসাংও মনে হয় বড় স্ক্রিনের ট্যাবলেট নিয়ে চিন্তাভাবনা করছে। স্যামসাংয়ের পণ্য ব্যবহারকারীদের ব্লগ স্যাম মোবাইলের ফাঁস করা সংবাদ অনুযায়ী, স্যামসাংয়ের আসন্ন ট্যাবটির স্ক্রিনের আকৃতি হতে পারে ১৮.৪ ইঞ্চি, যা প্রায় একটি মনিটরের স্ক্রিনের সমান!
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের এই ট্যাবে থাকবে ১৭.৭X১০.৮৫X০.৪৬ ডাইমেনশন্স। স্ক্রিনের রেজ্যুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল (ফুল এইচডি)। তবে তা অবশ্য ১২.২ ইঞ্চি পর্দার গ্যালাক্সি ট্যাব প্রো থেকে বেশ কম। ট্যাব প্রোর স্ক্রিনের রেজ্যুলেশন ছিল ২৫৬০X১৬০০ পিক্সেল।
এ ছাড়া অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে আছে ৬৪-বিট এক্সিনস ৭৫৮০ প্রসেসর, ২ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। আর আছে ৫ হাজার ৭০০ এমএএইচের ব্যাটারি। তবে নতুন এই ট্যাবের নাম জানা যায়নি।
ছবি তোলার জন্য এতে থাকছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যদিও স্টাইলাসের কথা কিছু বলা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, এই ট্যাবেও জায়গা করে নেবে এস পেন।
অনেকে হয়তো ভাবছেন, এত বড় ট্যাব কি আদৌ মানুষ পছন্দ করবে? তবে টেক বিশেষজ্ঞদের ধারণা, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল পেইন্টিংয়ে ট্যাবটি বেশ সহায়ক হতে পারে। আর এত বড় ট্যাবে সিনেমা দেখা থেকে হাই রেজ্যুলেশনের ভিডিও দেখতে ভালোই লাগবে।