চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার শহরের হাসপাতালপাড়া এলাকা থেকে আজ বুধবার রুম্পা পারভীন নামে (২৬ ) এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুম্পার স্বামী রফিকুল ইসলাম যুক্তরাষ্ট্রপ্রবাসী।
পুলিশ জানিয়েছে, শহরের হাসপাতালপাড়া এলাকায় রেজাউল হক নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন রুম্পা। ভোরের দিকে রেজাউল জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে রুম্পার ঝুলন্ত লাশ দেখতে পান। এরপরই তিনি পুলিশে খবর দেন। রুম্পার তিন বছর বয়সী শিশু রাজীব এ সময় বাসায় ছিল।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন মাস আগে মা ও খালাতো ভাইকে নিয়ে এ বাসায় থাকা শুরু করেন রুম্পা। তাঁর গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরে। রুম্পার স্বামী রফিকুল ইসলাম এখন যুক্তরাষ্ট্রে বাস করছেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রুম্পার মা ও তাঁর খালাতো ভাই গ্রামের বাড়িতে চলে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত হোসেন জানান, রুম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা একটি অপমৃত্যুর মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।