গৃহবধূকে গণধর্ষণ, প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা আজ শুক্রবার বেলা ১২টার দিকে বড়-বন্দর উৎসব কমিউনিটি সেন্টারের সামনের সড়কে মানববন্ধন করে।
মামলার বিবরণী থেকে জানা গেছে, সহিদুল (৩২), মঞ্জুরুল (৩০) ও রকিবুল (৩০) গত মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূকে বাড়ি থেকে জোর করে পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে তাঁর হাত-পা বেঁধে ধর্ষণ করে গাছের সঙ্গে বেঁধে রেখে যায়। এলাকাবাসী দেখে তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে মামলা করা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর আনিস জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে এ গণধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। সারা দেশে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হওয়ার একদিন পর এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় মানববন্ধনে।
বক্তারা বলেন, চিরিরবন্দর থানার পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করায় এ ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সদরের শালকিতেও শিক্ষকের যৌন লালসার শিকার হয়েছে পাঁচ বছর বয়সের এক মেয়েশিশু।
এ সময় বক্তারা সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক মারুফা বেগম, সদস্য আজাদী হাই প্রমুখ।