চিকিৎসার জন্য চট্টগ্রামে যাওয়ার পথেই মৃত্যু, ছিল করোনার উপসর্গ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা এক যুবকের (১৮) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে অ্যাম্বুলেন্সে বাঘাইছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে নেওয়া হয়। কিন্তু আজ শুক্রবার ভোরে পথেই মৃত্যু হয় তাঁর। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. ইফতেখার আহমেদ জানান, এর আগে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে গত বুধবার বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই যুবক। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা যাওয়ায় নমুনা সংগ্রহ করে আইসোলেশনে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে চট্টগ্রামের আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে আজ শুক্রবার ভোরে পথেই ওই যুবকের মৃত্যু হয়।
ডা. ইফতেখার আরো জানান, ওই যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
ওই যুবকের বড় ভাই জানিয়েছেন, চট্টগ্রাম নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান তাঁর ভাই।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত যুবকের বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু।
এর আগে বুধবার রাঙামাটি শহরের রূপনগর এলাকার ৫৫ বছর বয়সী আরেক রোগী রাঙামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান। তবে রিপোর্টে তাঁর করোনা নেগেটিভ এসেছে। এ নিয়ে পার্বত্য এই জেলায় আইসোলেশনে থাকা ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল। তবে জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত কোনো রোগী পাওয়া যায়নি। এ জেলা থেকে এখন পর্যন্ত মোট ৬৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৯ জনের রিপোর্ট এসেছে। সবারই করোনা নেগেটিভ এসেছে।