খাগড়াছড়িতে বজ্রপাতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে মারা গেছেন এক পুলিশ সদস্য। এ সময় আহত হয়েছেন আরো একজন। গতকাল রোববার গভীর রাতে নাকাপা পুলিশক্যাম্পে এ ঘটনা ঘটে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান জানান, গত রাতে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মো. শরীফ হোসেন (২২) ও কনস্টেবল মো. এলতাব হোসেন (২৩)। আনুমানিক সাড়ে ১২টার দিকে বজ্রপাতে মারাত্মকভাবে ঝলসে যান তাঁরা দুজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রামগড় হাসপালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শরীফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত অপর কনস্টেবল এলতাব হোসেনকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, নিহত কনস্টেবলের লাশ ময়নাতদন্তের পর খাগড়াছড়ি পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা সদরের আনন্দপুর গ্রামে পাঠানো হয়েছে।