চিকিৎসক ও সেবিকাসহ ১১ জনের করোনা, হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন
চিকিৎসক, সেবিকা, ল্যাব টেকনিশিয়ানসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা অব্যাহত থাকবে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান গতকাল রোববার এ তথ্য জানান।
ডা. মুখলিছুর রহমান আরো জানান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এসিল্যান্ড মতিউর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হবিগঞ্জে ৪৮ জন করোনায় আক্রান্ত হলেন।
এ ছাড়া একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও লকডাউন করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।
এদিকে বিকল্প হিসেবে চিকিৎসার জন্য এনজিও আশা ও ইসলামিক মিশনের সর্বমোট আটজন রেজিস্টার্ড চিকিৎসকের সমন্বয়ে চালু হতে যাচ্ছে ভার্চুয়াল হাসপাতাল। ভার্চুয়াল হাসপাতালের পেজে দেওয়া মোবাইল নম্বরে কল করে অথবা মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে ভিডিওকলের মাধ্যমে একজন রোগী ২৪ ঘণ্টা বিনামূল্যে তার যেকোনো স্বাস্থ্যগত সমস্যার সমাধান পেতে পারবেন বলেও জানানো হয়েছে।