জেদ্দায় করোনাভাইরাসে আরেক বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের জেদ্দায় বসবাসরত মোহাম্মদ সেলিম নামের একজন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানা যায়, মোহাম্মদ সেলিম ২৫ বছর ধরে জেদ্দায় বসবাস করে আসছেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা। তাঁর গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামে। বেশ কিছুদিন আগে তাঁর সর্দি-কাশি ও হাঁচি দেখা দিলে তিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান। সেখানে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মৃত্যুবরণ করেন।
সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ বাংলাদেশির মৃত্যু হলো।