মানিকছড়িতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে আবদুল মতিন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার মলঙ্গীপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মলঙ্গীপাড়ায় স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে বাস করতেন কৃষক আবদুল মতিন। গতকাল বুধবার রাবেয়া গুচ্ছগ্রামে তাঁদের ছেলে ভানু মিয়ার বাড়িতে বেড়াতে যান। রাতে বাড়িতে মতিন একাই ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা রাতের কোনো একসময় তাঁকে পিটিয়ে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ঘরের দরজা খোলা দেখে এগিয়ে গিয়ে তাঁর রক্তাক্ত লাশ দেখতে পান। এর পর তাঁরা পুলিশে খবর দেন।
ওসি বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করে খোঁজখবর নিচ্ছি। তাঁর আত্মীয়স্বজন এসেছেন। এখন তাঁর লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। হত্যার কারণ এখনো জানা যায়নি।’
মানিকছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, আবদুল মতিনের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাক ও মুখে রক্ত দেখা যাচ্ছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।