হবিগঞ্জে ভার্চুয়াল আদালতে এক দিনে ১২০ আসামির জামিন
হবিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভার্চুয়াল আদালতে এক দিনে ১২০ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। আজ রোববার দিনভর শুনানি শেষে এসব জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল।
আজ এই ভার্চুয়াল কোর্টে ১৫০টি মামলার শুনানি হয়েছে। এর মাঝে ৭৪ মামলায় ১২০ আসামির জামিন মঞ্জুর করা হয়। ৭৬টি মামলার আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে।
অপরদিকে, হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের আদালতে আজ চারজনের এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজার আদালতে ২৮ জনের জামিন মঞ্জুর হয়েছে। তিনটি নারী শিশু ট্রাইব্যুনালে আরও ১৩ জনের জামিন মঞ্জুর হয়।
হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ও সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন।