কাজে যোগ দেওয়ার পর অসুস্থ, করোনার উপসর্গে মৃত্যু
হবিগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আবদুল হক (৫৮) নামের বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে গতকাল রোববার রাত ৮টার দিকে মৃত্যু হয় তাঁর।
আবদুল হক হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল জানান, আবদুল হক বিদ্যুৎ বিভাগের কর্মচারী ছিলেন। তিনি নেত্রকোনায় কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি করোনায় আক্রান্ত হন। পরে গতকাল রাত ৮টায় তিনি মারা যান। গতকাল রাতেই রিচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আবদুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে স্কুলসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজা ও দাফনকার্যে সহযোগিতা করে ইসলামিক ফাউন্ডেশন।
আবদুল হকের ছেলে মোজাম্মেল হক সুমন জানান, গত বছর ডিসেম্বরের শেষ দিকে হবিগঞ্জ থেকে নেত্রকোনায় বদলি করা হয় আবদুল হককে। লকডাউনের জন্য তিনি মে মাসের প্রথম দিকে নেত্রকোনায় গিয়ে কাজে যোগদান করেন। কিন্তু ঈদের পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হবিগঞ্জে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে গতকাল রোববার সকালে তাঁকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এরই মধ্যে আবদুল হকের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।