হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মেয়রের ভাড়াটিয়ার মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র সালেক মিয়ার বাসার ভাড়াটিয়া সুমন মোহন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মেয়র সালেক মিয়ার বাসাসহ চারটি বাসা লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
মেয়র সালেক মিয়াকে বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমি আক্তার।
ইউএনও সুমি আক্তার এনটিভিকে জানান, সুমন মোহন্তের মৃত্যুর খবর পাওয়ার পর আজ দুপুরে তিনি নিজে মেয়রের বাসাসহ পাশের চারটি বাসা লকডাউন করেছেন।