খাগড়াছড়িতে সার্ভার স্টেশনের উদ্বোধন
খাগড়াছড়িতে নবনির্মিত সার্ভার স্টেশনের উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) মো. জাবেদ আলী। পরে তিনি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামন, পুলিশ সুপার মো. মজিদ আলী, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন, জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলমসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিরা।
এ সময় নির্বাচন কমিশনার জাবেদ আলী নির্ভুল, স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি ভোটার তালিকা তৈরি করতে সবার সহযোগিতা চান।