হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভে সংহতি জাস্টিন ট্রুডোর
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির পার্লামেন্ট প্রাঙ্গণে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে সংহতি জানিয়েছেন।
সংবাদমাধ্যম সিএনএন জানায়, গতকাল শুক্রবার অটোয়ায় পার্লামেন্ট ভবনে প্রবেশের আগে সাংবাদিকরা ট্রুডোর কাছে জানতে চায়, কৃষ্ণাঙ্গ অধিকারের পক্ষের আন্দোলনে অংশ নেবেন কি না। তখন তিনি কিছু বলেননি। এদিন কালো মাস্ক ও পোশাক পরে ছিলেন ট্রুডো।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে নির্মমভাবে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। এতে সহমত জানিয়েছেন অনেক রাজনীতিবিদসহ তারকা ব্যক্তিরাও।
তবে ট্রুডো ওই প্রতিবাদস্থলে কোনো বক্তব্য দেননি। কিছু মানুষ চিৎকার করে ট্রুডোকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়াতে বলেন।