টাঙ্গাইল শাখার ম্যানেজারের জামিন হয়নি হাইকোর্টে
ফারমার্স ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে টাঙ্গাইল শাখার সাবেক ম্যানেজার সোহেল রানাকে জামিন দেননি হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ সোহেল রানার জামিন আবেদন শুনানি শেষে এই আদেশ দেন।
আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু।
মামলার বিবরণে জানা যায়, পরস্পর যোগসাজশে ব্যাংকিং নিয়মনীতির তোয়াক্কা না করে ফারমার্স ব্যাংকের টাঙ্গাইল শাখায় নয় কোটি ২৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা করে। পরবর্তী সময়ে অর্থের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন করার অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদীন গত বছরের ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর থানায় সোহেল রানাসহ চারজনকে আসামি করে মামলা করেন। এই মামলায় ব্যাংকের সাবেক পরিচালক রাশেদুল হক চিশতীও আসামি। তাঁরও জামিন দেননি এই ভার্চুয়াল বেঞ্চ।