ইমাম বাটনের দর বাড়ার মূল্য সংবেদনশীল তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটনের শেয়ারের দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এ শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটির কাছে চিঠি পাঠায়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ কথা বলা হয়। আজ বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সাত কার্যদিবসের মধ্যে পাঁচদিনই কোম্পানির শেয়ারের দর বাড়ে। ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এর দর বাড়ে দুই টাকা ২০ পয়সা। গত এক মাসের মধ্যে কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১০ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১৩ টাকা ৭০ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে নয় দশমিক ৬০ শতাংশ বা এক টাকা ২০ পয়সা। সর্বশেষ লেনদেন হয়েছে ১৩ টাকা ৭০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ১২ টাকা ৫০ পয়সা।
প্রতিষ্ঠানটি সবশেষ ২০১০ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কর-পরবর্তী লোকসান দাঁড়ায় এক কোটি ৩৯ লাখ টাকা। শেয়ারপ্রতি লোকসান এক টাকা ৮১ পয়সা। শেয়ারপ্রতি নীট সম্পদমূল্য (এনএভি) ছিল সাত টাকা ৫৫ পয়সা।
প্রতিষ্ঠানটির মোট শেয়ারের মধ্যে ৩২ দশমিক ৮৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৪ দশমিক ২৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫২ দশমিক ৮৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।