ফেনীতে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, দুই এলাকায় লকডাউন প্রত্যাহার
ফেনী শহরের একজন বৃদ্ধ (৮৫) গতকাল বুধবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে ফেনীতে করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ জনে। ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বতর্মানে ৮২ জন চিকিৎসাধীন রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. সরফুদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, নতুন করে জেলার সোনাগাজী উপজেলার পৌর এলাকা এবং মতিগঞ্জ ইউনিয়ন লকডাউন ঘোষণার পর বাস্তবায়নের আগেই প্রত্যাহার করে নিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) অজিত দেব বলেন, ‘জনপ্রতিনিধিদের অনুরোধে লকডাউনের আদেশ দেওয়া হয়েছিল। এলাকাটি স্বাস্থ্য বিভাগ জোনিং না করায় লকডাউনের আদেশ প্রত্যাহার করা হয়েছে। সোনাগাজী উপজেলাকে জোনিং করার জন্য স্বাস্থ্য বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। জোনিং করার পর ব্যবস্থা নেওয়া হবে।’
এই দুই এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ‘রেড জোন’ ঘোষণা করে গতকাল বুধবার দিবাগত রাত ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল। এর পর বুধবার বিকেলেই লকডাউনের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে, ফেনী পৌরসভার তিনটি ওয়ার্ড, দাগনভুঞা উপজেলার একটি পৌরসভাসহ তিনটি ইউনিয়ন, ছাগলনাইয়ার একটি পৌরসভাসহ মোট আটটি এলাকায় সপ্তম দিনের মতো লকডাউন চলছে।