মতিন স্পিনিংয়ের ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে চার টাকা ২৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৪১ টাকা ৪৩ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ অক্টোবর বেলা ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি তাঁদের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ৩১ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) চার টাকা ২৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩৯ টাকা ৪২ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪৩ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ৪৭ টাকা ৮০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১১ দশমিক ৪৮।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার রয়েছে নয় কোটি ৭৪ লাখ ৯০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬৫ দশমিক শূন্য ২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬ দশমিক ৭৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১ দশমিক ৯৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৬ দশমিক ২৩ শতাংশ।