ঢাবির সাবেক ছাত্র রাজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক ছাত্র ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি মেহেদী মোস্তফা রাজিব হত্যা মামলার প্রধান আসামি জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের সন্তোষ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজিব ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গ্রেপ্তার হওয়া জিহাদ রাজিবের চাচাতো ভাই।
ওসি রাশিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জিহাদ ও তাঁর পরিবারের লোকজন। তাঁদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক টিম। ঘটনার পর থেকেই মোবাইল ফোন ব্যবহার না করে দেশের বিভিন্ন জেলায় অবস্থান করেন জিহাদ। সর্বশেষ তিনি সিলেটে অবস্থান করার পর টাঙ্গাইলে আসেন। পরে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে সদরের সন্তোষ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।
স্থানীয়রা জানিয়েছিল, গত বৃহস্পতিবার আম পাড়াকে কেন্দ্র করে রাজিবের মায়ের সঙ্গে চাচাতো ভাই জিহাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে রাজিবের মাকে আঘাত করতে গেলে বাধা দেন রাজিব। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ছুরিকাঘাত করেন জিহাদ। এর পরই মাটিতে লুটিয়ে পড়েন রাজিব। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয় তাঁর।
এ ঘটনার পরই রাজিবের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে জিহাদকে প্রধান আসামি করে এবং আরো তিনজনের নাম উল্লেখসহ মোট চারজনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা করেন।