জমি বিক্রি করে ঋণ শোধ করবে ফু-ওয়াং সিরামিক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিকের পরিচালনা পর্ষদ গাজীপুরের বোকরান মৌজার ৩ দশমিক ৯১ একর বন্ধকি জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এর দাম ছয় কোটি ৯০ লাখ ৯৪ হাজার ৯৬১ টাকা। এই অর্থ ব্যাংক ঋণ পরিশোধ ও নতুন করে বিনিয়োগ করা হবে। আজ রোববার ঢকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিকের বর্তমানে অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৯৩ কোটি সাত লাখ টাকা। রিজার্ভে রয়েছে সাত কোটি ৪১ লাখ টাকা।
কোম্পানিটির শেয়ারসংখ্যা নয় কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৬২৭টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ১৯ দশমিক ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৮ দশমিক ৩৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দশমিক ২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫২ দশমিক ২৪ শতাংশ।