রাজবাড়ীতে পদ্মায় ধরা পড়ল বিশালাকৃতির পাঙাশ
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। আজ সোমবার সকালে জেলে গুরু হলদারের জালে বিশাল আকৃতির এ মাছ ধরা পড়ে। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় অনেকে।
দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ওই জেলের কাছ থেকে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় কিনে নেন মাছটি।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, 'আজ ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে জেলে গুরু হলদারের জালে ওই পাঙাশ মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২৮ কেজি। পরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের একটি আড়তে মাছটি নিয়ে এলে আমি ৩৭ হাজার ৮০০ টাকায় কিনে নিই।'