হাকিমপুরে কারাভোগের পর দেশে ফিরল ভারতীয় নাগরিক
দিনাজপুরের হাকিমপুর থানায় ১০ মাস কারাভোগের পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তরুণ রায় (৪২) নামের এক ভারতীয় নাগরিক। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হিলি চেকপোস্ট দিয়ে তাঁকে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তরুণ রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার দক্ষিণপাড়া এলাকায়। তাঁর বাবার নাম রাজেন রায়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, অনুপ্রবেশের অভিযোগে ১০ মাস আগে তরুণকে আটক করে হিলি সীমান্তের বিজিবি সদস্যরা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হয়। পরে পুলিশ তাঁকে দিনাজপুর জেলহাজতে পাঠায়। মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তরুণকে ১০ মাসের কারাদণ্ড দেন।
ওসি আরো জানান, সাজার মেয়াদ শেষ হওয়ায় আজ তরুণকে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মণ্ডলের কাছে হস্তান্তর করা হয়।