সঙ্ঘমিত্রা হালদারের কবিতা : আলো-অন্ধকার
সামান্যই পোকা যেভাবে হেঁটে যায়,
মনে হয় বলি, বড় হয়ে ওঠো
আরো বড়, এই কাঁধ ছাড়িয়ে
দেখি, পোকা সেভাবেই হেঁটে যায়
এত সরল
যেন পৃথিবীতে কেউ আসেইনি কোনো দিন
যেন পৃথিবীর গর্ভ হবে
যেন আমাকে আবিষ্কার করছি সে ইচ্ছের মারে
ব্রেনের সাইরেন এসে দাঁড়াচ্ছে পা ভিজিয়ে।