ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মাহমুদ হাসান সাড়ে তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এ উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ২০ লাখ ৬২ হাজার ৫০০ শেয়ার রয়েছে। আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে এসব শেয়ার বিক্রি হবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসে এই শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১০৫ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ১১৫ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর দাম দাঁড়ায় ১০৬ টাকা ৫০ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে জীবন বীমা আয় বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে বেড়ে দাঁড়ায় ৭২ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা।
২০১৫ সালের ৩০ জুনে কোম্পানির জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৩৯ কোটি এক লাখ ৭০ হাজার টাকায় আর মোট জীবন বীমা তহবিল ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৯০২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা।
কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। এর মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৩ দশমিক ৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১২ দশমিক ৭৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৩ দশমিক ৫৭ শতাংশ শেয়ার।