ফ্লোর স্পেস কিনবে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড রাজধানীর উত্তরায় ফ্লোর স্পেস কিনবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উত্তরা মডেল টাউনের (জনপথ রোড) ১৩ নং সেক্টরের ১৯ নম্বর প্লটের পঞ্চম তলায় ১০৩৭.৫ বর্গফুটের একটি ফ্লোর কিনবে কোম্পানিটি। এ জন্য নিবন্ধন ও অন্যান্য খরচ ছাড়া ব্যয় হবে এক কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) পাঁচ টাকা ১৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ৯২ পয়সা।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ সময়ে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৫ দশমিক ৬৫।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত এক মাসে এ শেয়ারের সর্বনিম্ন দাম ৮৬ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ১০২ টাকা ৩০ পয়সা। আজ এর শেয়ারের দর তিন দশমিক ৮৩ শতাংশ বা ৩ টাকা ৫০ পয়সা বাড়ে। সর্বশেষ লেনদেন হয় ৯৪ টাকা ৯০ পয়সায়।
কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭৫ দশমিক ৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৩ দশমিক ১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।