টাঙ্গাইলে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার
টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাস্টারপাড়া থেকে ওই চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন মধুপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার আবদুল গণি (৪৫), তাঁর স্ত্রী তাজিরুন (৩৮), ছেলে তাজেল (১৫) ও মেয়ে সাদিয়া (৮)।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়দুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। গত রাতের কোনো একসময় আবদুল গণি ও তাঁর স্ত্রীকে গলা কেটে এবং দুই সন্তানকে গলা টিপে হত্যা করা হয়েছে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন সাংবাদিককদের জানান, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সিইডির একটি টিম ঘটনাস্থলে আসার কথা রয়েছে।
আবদুল গণিকে এলাকায় কখনও কারো সঙ্গে দ্বন্দ্ব বা ঝগড়া করতে দেখা যায়নি বলে স্থানীয়রা জানান।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। তদন্ত করে ঘটনার কারণ জানা যাবে। তবে এ ব্যাপারে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।