টাঙ্গাইলে চারজন হত্যার ঘটনায় মামলা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নিহতের মেয়ে সোনিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা একটি মামলা করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল নিশ্চিত করে বলেন, এ হত্যার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজ শনিবার সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মধুপুর পৌর এলাকার মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন গোলাবাড়ি পোদ্দারবাড়ির মো. গনি মিয়া (৩৫), তাঁর স্ত্রী তাজিরন (৩০), তাদের ছেলে তাজেল (১৪) ও মেয়ে সাদিয়া (৬)।
স্থানীয়রা জানায়, গনি মিয়া বছরখানেক আগে মাস্টারপাড়া নতুন বাড়ি করে সেখানেই বসবাস করতেন। গতকাল শুক্রবার তাদের বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের গলা কাটা মরদেহ উদ্ধার করে।