গুইমারা কলেজের নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন
খাগড়াছড়ির গুইমারা কলেজের নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক ভবনের নির্মাণকাজ ও কলেজের তহবিল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার এর উদ্বোধন করেন
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।
গুইমারা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাব্বি আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. আকরামুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হকসহ সরকারি পদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং বলেন, গুইমারা কলেজ এ অঞ্চলের শিক্ষার প্রসারে আলোকবর্তিকা হয়ে যুগ যুগ ঠিকে থাকবে। এলাকার গরিব ছাত্রছাত্রীরা বাড়িতে অবস্থান করে উচ্চশিক্ষা নিতে পারবে। সামর্থ্যের অভাবে বাইরে গিয়ে পড়তে না পারার বেদনা, কিংবা অকালে ঝরে যাওয়া থেকে তারা নিষ্কৃতি পাবে।
প্রতিমন্ত্রী কলেজের উন্নয়নে ১০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দের ঘোষণা দেন এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া কলেজ তহবিলের অনুদান গ্রহণ করেন।
পরে মাটি কেটে নির্মাণকাজের উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।