মানিকগঞ্জে ১৬৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
মানিকগঞ্জে প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ ১৩তম বৃত্তি পেল জেলার ১৬৩ জন শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে এই বৃত্তি দেওয়া হয়।
অধ্যক্ষ মাহফুজা খানমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বার্তার সম্পাদক ইডেন কলেজের সাবেক ভিপি এ এন রাশিদা, বৃত্তি পরিচালনা পরিষদের সদস্য সচিব কাশিনাথ সরকার প্রমুখ বক্তব্য দেন।
জেলার ১০২টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৪৭৫ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩৩ জন ট্যালেন্টপুল, ৫২ জন সাধারণ ও ৭৮ জন বিশেষ বিভাগের বৃত্তি পায়। অতিথিরা ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা ও সনদপত্র তুলে দেন।