থাইল্যান্ডে অফিস খুলল ফেসবুক
থাইল্যান্ডে প্রথমবারের মতো অফিস খুলেছে ফেসবুক। এর মাধ্যমে এশিয়ার বাজারে নিজেদের প্রথম পদক্ষেপ রাখল বিশ্বব্যাপী জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরেল স্যান্ডবার্গ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘থাইল্যান্ডে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। থাইল্যান্ডে ফেসবুক ব্যবহারকারীরা খুবই সক্রিয়। আমরা সেখানকার ব্যবহারকারীদের আরো কাছে পৌঁছাতে চাই।’
এশিয়ার অন্যতম জনবহুল দেশ চীনে ফেসবুক ব্লক করে রাখা হয়েছে। প্রযুক্তিবান্ধব এই দেশকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট মার্কেট। তবে চীনে ব্লক থাকলেও এশিয়ায় ফেসবুক ব্যবহারকারীর ৫৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।
এ মাসের শুরুতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, আফ্রিকার দেশগুলোতে তাদের দুই কোটির মতো ব্যবহারকারী রয়েছে। এসব দেশের মধ্যে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে নাইজেরিয়া ও কেনিয়া।
আফ্রিকার বাজারের কথা চিন্তা করে এ বছরের জুনে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফেসবুকের অফিস খোলা হয়। আফ্রিকায় সেটাই ছিল ফেসবুকের প্রথম অফিস।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া এবং পূর্ব আফ্রিকার সবচেয়ে উন্নত দেশ কেনিয়া। এই দুই দেশের মানুষের কাছে পৌঁছাতে চায় ফেসবুক। এর মধ্যে নাইজেরিয়ায় প্রতি মাসে ফেসবুকের অ্যাক্টিভ ইউজার রয়েছে দেড় কোটি। যাদের বেশির ভাগই মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে।
কেনিয়াতে রয়েছে ৪০ লাখেরও বেশি অ্যাক্টিভ ইউজার, যাদের ৯৫ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে। দক্ষিণ আফ্রিকায় রয়েছে এক কোটি ২০ লাখ অ্যাক্টিভ ইউজার। আফ্রিকা ও এশিয়ার জনবহুল দেশগুলোর বাজার থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আরো বেশি অর্থ উপার্জন করতে চায় ফেসবুক।