খাগড়াছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৩
খাগড়াছড়ির রামগড় উপজেলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। আজ শনিবার ভোর রাতে উপজেলার পাতাছড়া এলাকার একটি বাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে আটকদের বিস্তারিত পরিচয় জানায়নি সেনাবাহিনী।
সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান চৌধুরী জানান, তাঁর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ভোর রাতে পাতাছড়া এলাকার একটি বাগানে অভিযান চালায়। বাগানের একটি ঝোপ থেকে যুক্তরাজ্যের তৈরি দুটি পিস্তল, দুটি দেশীয় বন্দুক, ১০টি গুলি, চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাগানের তিন শ্রমিককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে পুলিশে হস্তান্তর করা হবে এবং অস্ত্র আইনে মামলা হবে বলে জানান গুইমারা সেনাবাহিনীর এই কর্মকর্তা।