টাঙ্গাইলে ডিসিসহ আরো ৫২ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. আতাউল গনিসহ আরো ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট এক হাজার ৫১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয় আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
এ ছাড়া, টাঙ্গাইলের ডিসি মো. আতাউল গনি নিজেও তাঁর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেছেন। এখন তিনি সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন।
টাঙ্গাইলে নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ২৯ জন, বাসাইলের সাতজন, কালিহাতী উপজেলার সাতজন, মির্জাপুরের তিনজন, ধনবাড়ীর তিনজন, নাগরপুরের দুজন ও ভূঞাপুর উপজেলার একজন রয়েছেন।
জেলার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, টাঙ্গাইলে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ৮৫৩ জন সুস্থ হয়েছে। অপরদিকে, মৃত্যু হয়েছে মোট ২৫ জনের। এ ছাড়া টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিট, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আক্রান্ত ব্যক্তিরা।