জার্মানিতে বর্ণবাদ ঠেকাবে ফেসবুক
যুদ্ধবিধ্বস্ত ইরাক, সিরিয়া অথবা লিবিয়া থেকে লাখ লাখ শরণার্থী পূর্ব ইউরোপ হয়ে জার্মানিতে গিয়ে আশ্রয় নিচ্ছেন। বিপুল পরিমাণ এই বিদেশি শরণার্থীদের জার্মান অধিবাসীরা যে আনন্দের সঙ্গে অভ্যর্থনা জানাচ্ছেন, তা কিন্তু নয়। শরণার্থীদের প্রবেশের সঙ্গে সঙ্গে ফেসবুকের জার্মান সংস্করণে বেড়ে গেছে বর্ণবাদী হুমকি ও আক্রমণাত্মক পোস্টের সংখ্যাও। এ ব্যাপারে এবার ফেসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে এ তথ্য।
জার্মান আইনমন্ত্রী হেইকো মাস গত সপ্তাহে ফেসবুকের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের অনুরোধ জানিয়েছেন। এর পর থেকে ফেসবুকের জার্মান ভাষার সংস্করণে কেউ বর্ণবাদী মন্তব্য, পোস্ট বা ছবি আপলোড দিলে তা সঙ্গে সঙ্গেই সরিয়ে নেওয়া হবে।
কয়েক দিন আগেই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ফেসবুক কর্তৃপক্ষকে বর্ণবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে বলার পর পরই এ সিদ্ধান্ত নেওয়া হলো।
বার্লিনের এক সংবাদ সম্মেলনে জার্মানির আইনমন্ত্রী মাস বলেন, ‘বর্ণবাদকে ঠেকাতে আমাদের সবারই একসঙ্গে কাজ করতে হবে। আমি ফেসবুক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে তারা এই কাজে আমাদের সাহায্য করতে রাজি হয়েছে।’
সাধারণত ফেসবুক থেকে বিদ্বেষমূলক কোনো পোস্ট সরিয়ে নিতে হলে ফেসবুক ব্যবহারকারীকে সেটা রিপোর্ট করতে হয়। কিন্তু নতুন ব্যবস্থায় ‘ভলান্টিয়ারি সেলফ-মনিটরিং অব মাল্টিমিডিয়া সার্ভিস প্রোভাইডার’ নামে এক ওয়াচডগ গ্রুপের সঙ্গে যৌথভাবে সব বর্ণবাদী পোস্ট সরিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করবে ফেসবুক। এ ছাড়া ব্যাপারটি সদা পর্যবেক্ষণে রাখার জন্য একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এদিকে জার্মানির ফেসবুক পলিসি মেকার ইভা মারিয়া বলেন, ‘অন্তত ১০০ কোটি লোক নিয়মিত ফেসবুক ব্যবহার করেন। তাঁদের ভেতর একটা সমন্বয় করে চলা খুবই কঠিন। তার পরও আমরা সর্বদা চেষ্টা করি এমন সব পদ্ধতি বের করতে, যাতে স্থানীয় সব গোষ্ঠীর স্বার্থ অক্ষুণ্ণ থাকে।’