ঝগড়া থামাতে গিয়ে দেবরের হাতে প্রাণ গেল ভাবির
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে দেবর খরম দেওয়ানের হাতে প্রাণ গেল ভাবি শাজেদা বেগমের। গতকাল রোববার রাতে উপজেলার চাকদহ এলাকার প্যাঁচপাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান ওই গৃহবধূ।
নিহত শাজেদা বেগম (৬০) ওই এলাকার মৃত শওকত দেওয়ানের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদের আগের দিন শুক্রবার বিকেলে দেবর হাবিবুর রহমান খরম দেওয়ানের সঙ্গে তাঁর ছোট ভাই আমিনুর দেওয়ানের ঝগড়া হয়। শাজেদা বেগম ঝগড়া থামাতে গেলে খরম দেওয়ান নৌকার বৈঠা দিয়ে ভাবির মাথায় আঘাত করেন। এ সময় তিনি অচেতন হয়ে গেলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে গতকাল রোববার রাতে তিনি বাড়িতেই মারা যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহত শাজেদার ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে থানায় মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’