২৯ শতাংশ লভ্যাংশ দেবে সাইফ পাওয়ার
সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেকের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ২৯ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। এ ছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা সাত পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৪ টাকা ৫০ পয়সা।
আগামী ১২ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।
অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য কোম্পানিটির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারায় সংশোধন আনা হবে। এ বিষয়ে এজিএম শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।
কোম্পানিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী, বন্দরের কালমার ব্র্যান্ড রাবার টায়ারড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনস মেরামত ও ব্যবস্থাপনা করবে কোম্পানিটি।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের চারটি ক্রেনস ছয় বছর ধরে মেরামত ও ব্যবস্থাপনায় ১৭ কোটি ২৮ লাখ টাকা নেবে। এ ছাড়া একটি হাইড্রোলিক খননকারী যন্ত্র সরবরাহ করবে, যার জন্য নেবে এক কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা।
কোম্পানিটি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭০ কোটি ৯৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩৯ কোটি ৭০ লাখ টাকা।