আগুনে পুড়ে বিএনপি নেত্রীর মৃত্যু
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আগুনে পুড়ে এক বিএনপি নেত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার দমদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর আক্তার (৪৫) উপজেলা মহিলা দলের সভানেত্রী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
এ সময় আবদুল খালেক বের হয়ে এলেও স্ত্রী শাহিনুর আক্তার (৪৫) আগুনে দগ্ধ হয়ে মারা যান। এ সময় বাড়িতে আর কেউ ছিলেন না।
অগ্নিদগ্ধ আবদুল খালেককে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
আগুন লাগার আধা ঘণ্টা পর প্রতিবেশীরা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।