গাজায় ৪৮ ঘণ্টার লকডাউন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৪৮ ঘণ্টার লকডাউন জারি করা হয়েছে। গাজায় প্রথম একটি কমিউনিটির মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, পুরো কমিউনিটিতে যেন করোনাভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গাজায় পুরোপুরি লকডাউন জারি করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার কেন্দ্রে একই পরিবারের চারজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এ বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ। তাঁরা কীভাবে সংক্রমিত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পুরো গাজা উপত্যকায় সোমবার রাত থেকেই ৪৮ ঘণ্টার লকডাউন জারি করা হয়েছে। এর মধ্যে আল মাঘাজি শরণার্থী শিবিরও রয়েছে।
সব ধরনের ব্যবসা-বাণিজ্য, স্কুল, মসজিদ এবং ক্যাফে বন্ধ ঘোষণা করা হয়েছে। লকডাউনের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন সুপার মার্কেটে খাবার এবং পরিচ্ছন্নতা সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ।
রাস্তায় রাস্তায় পুলিশের গাড়ি নিয়ে লোকজনকে লকডাউন মেনে চলার আহ্বান জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক নারী পশ্চিমতীরে সফরের পর তাঁর দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। এর পরই একটি কমিউনিটির বেশ কয়েকজনের সংক্রমণের খবর সামনে আসে।