খাগড়াছড়িতে ভারতীয় মদসহ আটক ১
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭২ বোতল মদসহ কৃষ্ণমণি চাকমা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পানছড়ি সেনা সাবজোন গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁকে আটক করা হয়।
কৃষ্ণমণি চাকমার বাড়ি পানছড়ির আলীচরণ কার্বারিপাড়া গ্রামে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি সিএনজিচালিত (খাগড়াছড়ি-থ-১১-০০৮) অটোরিকশা দ্রুতগতিতে সেনা সাবজোন এলাকা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখে ভেতরে বসা তিনজন অটোরিকশা থামিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দৌড়ে একজনকে আটক করা হয়। পরে অটোরিকশার সিটের পেছন থেকে অফিসার্স চয়েজ ব্লু ২৪ বোতল, হুইস্কি রয়েল স্টার ১২ বোতল, রেড ইন্ডিয়ান ২৪ বোতল ও অফিসার্স ব্ল্যাক ১২ বোতল মদ পাওয়া যায়। আটক কৃষ্ণমণির বিরুদ্ধে পানছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।