ফেসবুকে প্রোফাইল পিকচার নিয়ে বিভ্রান্তি!
কয়েক দিন ধরে ফেসবুকে প্রোফাইল পিকচারে পরিবর্তন দেখতে পাচ্ছেন? মার্ক জাকারবার্গ থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবার প্রোফাইলে এক ধরনের পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনের সঙ্গে লেখা আসছে, বিনামূল্যে ইন্টারনেটকে সমর্থন করতে চাইলে আপনিও আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারেন।
তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, লেখাটি ভুলবশত আসছে। ফেসবুকের একজন ইঞ্জিনিয়ার ভুল করে এই প্রোগ্রাম চালু করে ফেলেছেন। ডিজিটাল ভারতকে সমর্থন করার সঙ্গে ফেসবুকের বিনামূল্যে ইন্টারনেট কর্মসূচি ইন্টারনেট ডট অর্গ-এর কোনো সম্পর্ক নেই।
ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ডিজিটাল ইন্ডিয়ার সমর্থনে প্রোফাইল পিকচার পরিবর্তনের সঙ্গে ইন্টারনেট ডট অর্গ-এর প্রচারণার কোনো সম্পর্ক নেই। কোডিংয়ের জন্য শর্টহ্যান্ড নেম দিতে গিয়ে আমাদের একজন ইঞ্জিনিয়ার এই ভুল করে ফেলেছেন। আমরা কোডটি এরই মধ্যে পরিবর্তন করে ফেলেছি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফেসবুকের সদর দপ্তর পরিদর্শনের পর ডিজিটাল ভারতের সমর্থনে মোদি ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দুজনেই নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন। এর পর ভারতের অন্যান্য বিখ্যাত ব্যক্তিও একইভাবে তাঁদের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন।