টাঙ্গাইলে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। আজ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পার্ক বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।
সাইদুল ইসলাম জানান, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারটি মনিটর করা হচ্ছে। পেঁয়াজের মূল্যতালিকা না টানানো এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অযথা কোনো ব্যবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।