সোনামসজিদ বন্দরে ঢোকেনি পেঁয়াজ, আজও দাম চড়া
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আজ বুধবার ভারত থেকে কোনো পেঁয়াজ ঢোকেনি। ফলে জেলার বাজারগুলোতে দ্বিতীয় দিনের মতো পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া দামেই।
সোনামসজিদ স্থলবন্দরের পানাম পোর্ট লিংকের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম জানিয়েছেন, সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে অন্যান্য পণ্যবাহী ট্রাক ঢুকলেও পেঁয়াজের কোনো ট্রাক ঢোকেনি।
এদিকে, সোনামসজিদ বন্দরের আমদানিকারক তৌফিকুর রহমান বাবু জানিয়েছেন, আগের খোলা এলসির প্রায় ২০০ ট্রাক পেঁয়াজ ভারতের মোহদীপুর স্থলবন্দরে আটকে রয়েছে।
ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছেন, আগের এলসির পেঁয়াজ পাঠানোর ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় তারা পাঠাচ্ছেন না। অথচ আজকে সোনামসজিদ বন্দরে পেঁয়াজ ঢোকার কথা ছিল।
অন্যদিকে, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বাজারে দ্বিতীয় দিনের মতো পেঁয়াজ বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। এখানে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।