নতুন আইফোনে খুশি নন মোবাইল ফোনের আবিষ্কারক
মোবাইল ফোনের আবিষ্কারক মার্টিন কুপার মনে করেন নতুন আইফোন ৬ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার মতো তেমন কিছু নেই। মটোরোলার সাবেক এই কর্মকর্তা ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের এক ফুটপাথ থেকে প্রথম মোবাইল ফোন থেকে সফলভাবে কল করার সূচনা করেন।
কুপার মনে করেন, বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের নতুন আইফোন ৬ এস সেটটি তেমন সুবিধার নয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘গিকওয়্যার’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন মার্টিন কুপার। তিনি মনে করেন নির্মাতারা নতুন সেটটিতে অনেক উন্নতি ঘটালেও তা মানুষের জন্য অপরিহার্য করে তুলতে পারেননি।
গিকওয়্যারকে মার্টিন কুপার বলেন, ‘তারা সব সময়ই চাচ্ছে মানুষের জন্য আকর্ষণীয় কিছু নিয়ে আসতে। এই সেটটি আগেরটির থেকে আকারে বড়, বেশি পিক্সেল রয়েছে, বেশি মেগাহার্টজ রয়েছে এবং এভাবেই জনগণের মন জয় করার চেষ্টা করা হয়েছে। আমি মনে করি সফটওয়্যারই হচ্ছে ভবিষ্যৎ। নির্মাতাদের এমন পথ খুঁজে বের করতে হবে, যাতে মোবাইল ফোনকে মানুষের জীবনের জন্য অপরিহার্য বস্তুতে পরিণত করা যায়।’
স্মার্টফোন শিল্প নিয়ে কুপার আরো বলেন, ‘আমরা এখনো গেম স্টেজে আছি। যদি কারো স্মার্টফোন নাও থাকে, তবু এমন কোনো কিছু থেকে সে বঞ্চিত হবে না, যা ছাড়া বেঁচে থাকা কষ্টসাধ্য হবে। আসলে স্মার্টফোনে যা আছে, তা হচ্ছে সুবিধা এবং আপনি সহজেই তা ছাড়া বেঁচে থাকতে পারবেন।’
উদাহরণ টেনে কুপার বলেন, ‘অপরিহার্য মানে যা ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। এমন গ্যাজেট দরকার, যা আপনাকে হার্ট অ্যাটাকের সম্ভাব্যতার ব্যাপারে সতর্ক করে দেবে এবং সেটিই হচ্ছে অপরিহার্য। আমাদের আসলে এখন এমন কিছু দরকার।’
কুপার আরো মনে করেন ভার্চুয়াল রিয়েলিটি আগামী দিনে আরো শক্তিশালী জায়গা করে নেবে মানুষের জীবনে। তিনি বলেন, মোবাইল ফোন প্রথম দিকে যতটুক এগিয়েছিল, তার চেয়ে কয়েকগুণ দ্রুত গতিতে ভার্চুয়াল রিয়েলিটির অগ্রগতি ঘটেছে।