টাঙ্গাইলে পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, পরে ট্রেনের সঙ্গে ধাক্কা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
এ দুর্ঘটনা এড়াতে ওই সময় পেছনে থাকা আরেকটি কাভার্ডভ্যান রেললাইনের ওপর উঠে পড়লে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্বপাড়ের হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর মো. ইফতেখার নাসির রোকন জানান, সকালে মুরগি বহনকারী একটি হলুদ রঙের পিকআপের ঢাকায় যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক নিহত ও দুজন আহত হয়। এ সময় পেছনে থাকা সিরাজগঞ্জগামী আরেকটি কাভার্ডভ্যান এই দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উত্তরে রেললাইনের ওপরে উঠে যায়। একই সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। আহত হয় আরো দুজন।
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।