শাম্মী তুলতুল পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সম্মাননা
উপন্যাস ও শিশুসাহিত্যে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সম্মাননা পেলেন শাম্মী তুলতুল। সম্প্রতি চট্টগ্রাম নগরের রীমা কনভেনশন হলে বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটি কর্তৃক এ সম্মাননা পান তিনি।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ, মুখ্য আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানে মোট ১১ জনকে সম্মাননা দেওয়া হয়।
এ প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, ‘এই সম্মাননা আমাকে অনেকটাই আপ্লুত করেছে। আমি ভাবতেও পারিনি হুট করে এমন একটি খবর আসবে। আর এই পুরস্কারে আমি অত্যন্ত খুশি; কারণ, দৈনিক আজাদী পত্রিকায় আমি ছোট থেকে এখনো লেখালেখি করছি।’