চিরিরবন্দরের ট্রাক্টর উল্টে একজন নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাজিতপুর বালাপাড়া এলাকায় ট্রাক্টর উল্টে সোহেল রানা (২৭) নামের একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা পার্বতীপুর উপজেলা মধ্যপাড়া ভাদুরিয়া গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি ট্রাক্টরচালকের সহকারীর কাজ করতেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আনিস জানান, সন্ধ্যায় বালুবোঝাই করে বালাপাড়া দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে হেলপার সোহেল রানা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।