টাঙ্গাইলে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আজ মঙ্গলবার রাতে গোপালপুর থানায় মামলা করেছেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন উপজেলার কাগুজি গ্রামের শফিকুল ইসলাম, এনামুল, জালাল, আব্দুল খালেক ও আলতাব হোসেন।
ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী বরাত দিয়ে পুলিশ জানায়, যাওয়া আসার পথে প্রায়ই ওই মেয়েটিকে উত্ত্যক্ত করতেন আসামি শফিকুল ইসলাম। গতকাল সোমবার সন্ধ্যায় মেয়েটি স্থানীয় মোহনপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা শফিকুল, এনামুল, জালাল, খালেক, আলতাব হোসেন তাঁর মুখ বেঁধে নৌকায় তুলে শফিকুলের বাড়িতে নিয়ে যান। সেখানে একটি ঘরে আটকে রেখে তাঁরা পাঁচজন রাতভর মেয়েটিকে ধর্ষণ করেন। পরে ভোরে নৌকায় করে মোহনপুর ঘাটে এসে ফেলে রেখে যান।
বিষয়টি নিশ্চিত করে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।