ফেসবুকে বর্ণবাদী কমেন্ট করায় চাকরিচ্যুতি
ফেসবুকের একটি পোস্টে বর্ণবাদী কমেন্ট করার জন্য চাকরি হারিয়েছেন দুজন। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রযুক্তিবিষয়ক ব্লগের একটি প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক পোলারিস মার্কেটিং গ্রুপের (পিএলজি) জেরড রথ নামের এক কর্মকর্তা গত ১৬ সেপ্টেম্বর তাঁর ‘জেরিস হিলটন’ ছদ্মনামের আইডি থেকে একটি সেলফি আপলোড করেন। ছবিতে তিনি ছাড়াও তাঁর সঙ্গে এক আফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গ সহকর্মীর সন্তান ছিল।
কিছুক্ষণ পর ছবিতে বেশ কিছু কমেন্ট লক্ষ করা যায়, যেখানে কৃষ্ণাঙ্গ বাচ্চাটি এবং তার গায়ের রং নিয়ে অনেকে আক্রমণাত্মক ও বিদ্রূপাত্মক কমেন্ট করতে থাকে।
এমিলি রেড নামের একজন কমেন্টে বলে, ‘তুমি যে ক্রীতদাসের মালিক সেটা জানতাম না !’
ডিলান ক্লিগ্যান নামের একজন কমেন্ট করে, ‘এই কালো বাচ্চা তুমি কোথা থেকে পেলে?’
এই ঠাট্টায় রথ যোগ দিয়ে বলে, ‘সে আসলেই বন্য।’
পুরো ঘটনাটি এরপর ছড়িয়ে পড়ে এবং পুরো যুক্তরাষ্ট্র থেকে তীব্র নিন্দা ছুটে আসে যোগাযোগমাধ্যমে এই ধরনের আপত্তিকর ও বর্ণবাদী আচরণের জন্য।
পরবর্তী সময়ে রথের বস ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাঁকে চাকরিচ্যুত করেন এবং এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, ‘আমার একজন পুরোনো কর্মকর্তা তার নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কিছু বর্ণবাদী মন্তব্য করেছে। তার চেয়েও বাজে ব্যাপার হচ্ছে, মন্তব্যগুলো করা হচ্ছিল আমার প্রতিষ্ঠানেরই আরেক কর্মকর্তার সন্তানের ব্যাপারে। এটি আমাকে খুবই ব্যথিত করেছে যে, সিডনি এবং তার স্নেহের সন্তানকে এ রকম ঘৃণ্য, মূর্খ ও জঘন্য আচরণের শিকার হতে হয়েছে।’
রথের বস আরো জানান, প্রতিষ্ঠান থেকে রথকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা লক্ষ রাখব পরবর্তী সময়েও রথ যেন আমাদের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে না পারে। এ ছাড়া ওই পোস্টে কমেন্ট করা রথের আরেক মেয়েবন্ধুও তার চাকরি থেকে বহিষ্কৃত হয়েছে এ ঘটনার পর।